চুয়াডাঙ্গায় অসহায় দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর উপকারভোগী ৩৭ জনের মাঝে ৪২ বান্ড ঢেউটিন ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইসচেয়ারম্যান শাহাজাদী মিলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।