রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ শুরু হয়েছে। বেলা সোয়া ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় মহাসমাবেশ। মূল সমাবেশ বিকেলে হলেও বেলা ১২টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল রংপুর জিলা স্কুল মাঠ।
এর আগে সকাল থেকে বিভাগের ৮ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের দিকে ঢল নামে নেতাকর্মীদের। বেলা গড়াতেই সমাবেশস্থল পেরিয়ে আশপাশের সড়কগুলোতেও ঠাঁই নেয় সমবেত জনতা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, তীব্র তাপদাহের পরও প্রিয় নেত্রী ও রংপুরের বধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছে গোটা নগরী।
এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে রংপুর শহরের দিকে মানুষের ঢল নামে। ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগান সহকারে তারা ভিড় করতে থাকে সমাবেশস্থলের দিকে।
সকাল ৮টা থেকে সভাস্থল রংপুর নগরীর ঐতিহাসিক জিলা স্কুল মাঠে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে বাহারি সাজ নিয়ে ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেন।
লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ, অটোরিকশায় করে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
পর্যায়ক্রমে স্থানীয়, বিভাগের বিভিন্ন জেলা নেতা, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বক্তৃতার পর বিকেল ৩টায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা