ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়েছেন সাব্বির হোসেন নামে এক যুবক।
বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। সাব্বির উপজেলার আচারগাওঁ ইউনিয়নের সুনামখালী গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
জানা যায়, সাব্বিরের বাবা আয়নাল মিয়া প্রবাসে থাকেন। সাব্বির সম্প্রতি সাব্বির তার মাকে বড় মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তার মা বড় মোটরসাইকেল না কিনে ছোট মোটরসাইকেল কেনার জন্য তাকে টাকা দেন। কিন্তু এতে রাজি নন সাব্বির। এদিকে বুধবার ঘুমের ওষুধ খেয়ে ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করেন সাব্বির। এমনকি তার মাকে মারধরের জন্য তাড়িয়ে বেড়ান। একপর্যায়ে তার মা পাশের বাড়ি গেলে গলায় ফাঁস দেন সাব্বির।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে