আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযানটি পরিচালিত হয় থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে।সাথে ছিল পুলিশের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: বলেশ্বরপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মুনসুর আলী মন্ডলের ছেলে একরামুল (৫২), গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে সাগর (২০),বিনোদপুর (ডাউকি) গ্রামের গোলাম আলীর ছেলে রনি ইসলাম (৩২),গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে আব্দুর ছামাদ (২৮), হাকিমপুর গ্রামের মৃত মইছুদ্দিন মন্ডলের ছেলে রমজান আলী (৫৫),গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩৫),গোয়ালপাড়া (শৈলকুপা, ঝিনাইদহ) গ্রামের খোরশেদ আলীর ছেলে ইমন হোসেন ওরফে ইমরান (২৫),নুরনগর কলোনীপাড়া (চুয়াডাঙ্গা) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল শরীফ আকাশ (২৫)। আটককৃতদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন,”মাদক, চুরি , চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউই পার পাবে না।”