আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কেন্দ্রস্থল শহীদ হাসান চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টি, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রুসদী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিউল কাদির রোকনসহ সংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী।
বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন রাষ্ট্র সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।”
সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে তাদের দাবি তুলে ধরেন নেতৃবৃন্দ।