চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রী ও পথচারীরা।
আজ শনিবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি লোকাল যাত্রীবাহী বাস (হাসিব এন্টারপ্রাইজ) নিয়ন্ত্রণ হারিয়ে বোয়ালমারী গ্রামের বালেরদাইড় পাড়ায় অবস্থিত একটি দোকানের সঙ্গে ধাক্কা খায়।
ঘটনার সময় বাসটিতে বেশ কিছু যাত্রী ছিল। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দোকানটির সামান্য ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা না ঘটায় স্থানীয়দের মাঝে স্বস্তি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সম্ভবত দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন।
এ ঘটনায় বাসের চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। তবে দুর্ঘটনার পর তারা কিছুটা আতঙ্কিত ছিলেন বলে জানা গেছে।
সড়কে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের সচেতনতার প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।