১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইলেকশন করলে চুয়াডাঙ্গা থেকেই করবো – শামসুজ্জামান দুদু”

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী বছরের শুরু থেকে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না, তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি।

 

সোমবার সকালে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

 

দুদু বলেন, “নির্বাচন আমাদের দেশে একটি জাতীয় উৎসব। কিন্তু ফেব্রুয়ারির পর থেকে দেশে ঝড়, তুফান, রমজান, পরীক্ষা ইত্যাদির কারণে নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ থাকবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, অতিরিক্ত হলে জানুয়ারিতে।”

 

তিনি জানান, বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আহ্বান জানাচ্ছে। অথচ সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। তিনি আরও বলেন, “নব্বইয়ের দশকে গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এখনকার সরকার প্রায় ১০ মাস ক্ষমতায় থেকেও কার্যকর কোনো সংস্কার করেনি।”

 

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে কেউ পরিচয় দিতে পারে না। তাদের কৃতকর্মের বিচার একদিন হবেই—কারও ফাঁসি, কারও যাবজ্জীবন, কারও কারাদণ্ড হবে।”

 

দুদু আরও বলেন, “বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়। যারা এসব করছে, তারা বিএনপির কেউ নয়। অভিযুক্তদের আইনের হাতে তুলে দেওয়া হবে।”

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইলেকশন করলে চুয়াডাঙ্গা থেকেই করবো – শামসুজ্জামান দুদু”

Update Time : ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী বছরের শুরু থেকে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না, তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি।

 

সোমবার সকালে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

 

দুদু বলেন, “নির্বাচন আমাদের দেশে একটি জাতীয় উৎসব। কিন্তু ফেব্রুয়ারির পর থেকে দেশে ঝড়, তুফান, রমজান, পরীক্ষা ইত্যাদির কারণে নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ থাকবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, অতিরিক্ত হলে জানুয়ারিতে।”

 

তিনি জানান, বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আহ্বান জানাচ্ছে। অথচ সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। তিনি আরও বলেন, “নব্বইয়ের দশকে গণঅভ্যুত্থানের পর তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এখনকার সরকার প্রায় ১০ মাস ক্ষমতায় থেকেও কার্যকর কোনো সংস্কার করেনি।”

 

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে কেউ পরিচয় দিতে পারে না। তাদের কৃতকর্মের বিচার একদিন হবেই—কারও ফাঁসি, কারও যাবজ্জীবন, কারও কারাদণ্ড হবে।”

 

দুদু আরও বলেন, “বিএনপি দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়। যারা এসব করছে, তারা বিএনপির কেউ নয়। অভিযুক্তদের আইনের হাতে তুলে দেওয়া হবে।”

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।