চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একটি ইজিবাইকসহ দুইজনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
১৭ মে ২০২৫ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দর্শনা থানার রামনগর এলাকা থেকে পরানপুরগামী একটি ইজিবাইক তল্লাশি করে ৬ কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে ওই ইজিবাইকটিও জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ। অভিযান পরিচালিত হয় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ টুটুল মিয়া (২৩), পিতা-মোঃ মওলা বক্স, গ্রাম-হরিশচন্দ্রপুর নতুনগ্রাম, সাং-চন্ডিপুর হিন্দুপাড়া এবং মোঃ সাইদুর রহমান (৩৮), পিতা-নুহু নবি গাইন, গ্রাম-ফুলবাড়ী গাইনপাড়া; উভয়ের ঠিকানা দর্শনা থানা, জেলা চুয়াডাঙ্গা।
উদ্ধারকৃত মাদক ও যানবাহন জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদকের শিকড় উৎপাটনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।