০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু

 

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আম সংগ্রহ কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি এবং ২৮ মে থেকে বারি-৪ জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবে না এবং আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে বলে সভায় জানানো হয়।

 

 

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু

Update Time : ০৩:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আম সংগ্রহ কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি এবং ২৮ মে থেকে বারি-৪ জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবে না এবং আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। এসব নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করবে বলে সভায় জানানো হয়।