চুয়াডাঙ্গা: কয়েকদিন আগে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ইয়াছিন মারা গেছেন। বুধবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইয়াছিন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের বাসিন্দা। গত ২৭ মার্চ শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বালুভর্তি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার দুটো পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা এক পা কেটে ফেলেন। অন্য পায়ের অবস্থাও সংকটাপন্ন ছিল।
স্থানীয়রা এবং গ্রামের যুবসমাজ ইয়াছিনের চিকিৎসার খরচ বহনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
উল্লেখ্য, ইয়াছিনের মা দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ছেলের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
(ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)