চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীনগর ৯ মাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গরচাপড়া গ্রামের ইউসুফ স্যারের ছেলে মাহির তাজ ওয়ার তাজ (১৫) গুরুতর আহত হয়। ২ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাজের অবস্থা সংকটাপন্ন দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথে মুন্সিগঞ্জের রোয়াকুলি গ্রামের কাছে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক ইউসুফ স্যারের পরিবারের এ অপূরণীয় ক্ষতির শোক বইবার মতো ভাষা কারো জানা নেই।