আলমডাঙ্গায় দাফনের প্রায় আড়াই মাস পরে মৃত ব্যাক্তির বাড়ি ফিরে আসার ঘটনা ঘটেছে।উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায় প্রায় আড়াই মাস পূর্বে বৈদ্যনাথপুর গ্রামের আবু সাইদের ছেলে তোফাজ্জেল হোসেন ওরফে তুফান (১৫) হারিয়ে যায়।এর পরে খোজাখুজি এক পর্যায়ে স্যোশাল মিডিয়ার মাধ্যমে পরিবার গাইবান্ধায় একটি অসুস্থ শিশুর সন্ধায় পায়। শিশুটির চেহারার সাথে তুফান এর চেহারার মিল পাওয়ায় তাকে নিজ সন্তান হিসাবে সনাক্ত করে ও তার চিকিৎসার ব্যাবস্হা করে।চিকিৎসা অবস্থায় মৃত্যু বরন করলে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আলমডাঙ্গায় নিয়ে এসে নিজ গ্রামে লাশ দাফন করে।
কিন্তু ঈদের আগে তুফান (১৫) ফিরে এসে যায়াই যে তার বড় ভাইয়ের সাথে অভিমান করে ঢাকা শ্যামলী চলে গিয়েছিল। সেখানে একটি দোকান কাজ করতো।ঈদ উপলক্ষে সে পরিবারের কাছে ফিরে এসেছে। তুফন এর ফিরে আসাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সবার প্রশ্ন তাহলে দাফন কৃত লাশ টি কার। এলাকাবাসী বলছেন এটি একটি অলৌকিক ঘটনা।