রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে এখন থেকে রাবির অধিভুক্ত কলেজসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) সম্পন্ন করা শিক্ষার্থীরাও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন। তবে এ সুযোগ শুধুমাত্র আসন শূন্য থাকা সাপেক্ষে প্রদান করা হবে।
ভর্তির জন্য আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ থাকতে হবে। আবেদনকারীরা শুধুমাত্র তাদের স্নাতক/স্নাতক (সম্মান) করা বিভাগ বা সমমানের বিভাগে ভর্তির আবেদন করতে পারবেন। এছাড়া, স্নাতক সম্পন্ন হওয়ার তিন শিক্ষাবর্ষের মধ্যে আবেদন করতে হবে।
ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়