চুয়াডাঙ্গায় অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগী এবং রোগীর স্বজনদের মাঝে কিরে ইফতার কার্যক্রম আয়োজন করেছে মানবকল্যাণ স্বেচ্ছাসেবক সংস্থা।
গতকাল বিকেল সাড়ে ৫ টার দিকে মানব কল্যাণ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা ৩৫০ প্যাকেট ইফতার শহরের বড়বাজার,কোর্ট মোড় ও সদর হাসপাতালের মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ ও জরুরি বিভাগে অবস্থানরত রোগী ও স্বজনদের মাঝে এ ইফতার বিতরণ করেন।
ফ্রি ইফতার কর্মসূচি-২০২৫ এর আয়োজক কমিটির উপদেষ্টা হুসাইন মালিক বলেন, এ সংগঠনের সাথে আমি প্রায় সংগঠনের জন্মলগ্ন থেকেই আছি। মানবকল্যাণ সংস্থা সবসময় মানুষের কল্যাণে কাজ করে। এ সংগঠনের প্রতিটি ভাল কাজে আমি তাদের সাথে থাকব।
ফ্রি ইফতার কর্মসূচি-২০২৫ এর আয়োজক কমিটির আহ্বায়ক সাকিব আল হাসান জানান,
দেশ ও মানুষের সেবায় নিয়োজিত মানব কল্যাণ স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে রমজান মাসে অসহায়দের মাঝে প্রায় ৩৫০ প্যাকেট ইফতার তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম কাজ অব্যাহত থাকবে। এছাড়াও ভবিষ্যতে এ সংগঠন বিভিন্ন সামাজিকমূলক কাজের উদ্যোগ নেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ফ্রি ইফতার কর্মসূচি-২০২৫ এর আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রায়হান, যুগ্ম আহ্বায়ক শেখ রাকিব, সদস্য সচিব আশিকুর রহমান আশিক, নাজমুল হোসেন, সোহানুর রহমান, মুস্তাফিজুর রহমান মুন, সোয়াইব উদ্দীন শেখ, সুমন আলী, আতিকুর রহমানসহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।