চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর মুন্নার মোড়ে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থেকে জাফরপুরগামী ইজিবাইকের সঙ্গে ৬ মাইল থেকে চুয়াডাঙ্গাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক বিপুল (১৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত বিপুল চুয়াডাঙ্গার ৬ মাইল বুড়ো পাড়ার বাসিন্দা ও আয়তালের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী বিপ্লব (২১) ও ওয়াসিম (২১) গুরুতর আহত হন। তারা দুজনই ৬ মাইল বুড়ো পাড়ার বাসিন্দা। ইজিবাইকের চালক অহিম উদ্দিন (৪২), যাত্রী শিহাব (১৯) ও রাবিয়া (৪৮) গুরুতর আহত হন। আহতদের মধ্যে বিপ্লব ও ওয়াসিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ইজিবাইক চালক অহিম উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন এবং নিহত বিপুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।