চুয়াডাঙ্গার চিৎলা ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জি.এ সাংগঠনিক থানা শাখার সভাপতি রাব্বি হাসান এবং সেক্রেটারি শামীম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন এইচ. সি. বি.-এর সভাপতি শাওন আহমেদ রুমন, চিৎলা ইউনিয়ন শাখার সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি আশিকুর রহমান গালিব।
এছাড়া, ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। আয়োজকরা শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।