পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ও এর পবিত্রতা রক্ষার আহ্বানে চুয়াডাঙ্গায় স্বাগত র্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়কের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাগর আহমেদ। তিনি বলেন, “রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সকল প্রকার হারাম কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে এবং ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে হবে। আহলান সাহলান রমাদান—রমজানের পবিত্রতা রক্ষা করুন।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু আগস্টের পর থেকে একদল চাঁদাবাজি শুরু করেছে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের চাঁদা দিতে বাধ্য হচ্ছে, যার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।”
র্যালিতে আরও উপস্থিত ছিলেন—চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, পৌর শাখার সভাপতি আবু রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন—পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর থানা আমীর বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবীর, পৌর শাখার নায়েবী আমীর আসিক শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালিটি টাউন মাঠ থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়, শহীদ আবুল কাশেম সড়ক, কবরী রোড, কলেজ রোড ও কোর্ট মোড় হয়ে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আয়োজকরা সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ করেন।