চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা ও বন্ডবিল গ্রামের সংযোগ সড়কটি ইটভাটার মাটি পরিবহনের কারণে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুস সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, মোঃ বাবু মুন্সির ইটভাটার জন্য প্রতিদিন ট্রাক ও ট্রাকটরে মাটি পরিবহন করা হয়। বর্ষার মৌসুমে এসব ট্রাক চলাচলের ফলে রাস্তা কাদা ও কর্দমাক্ত হয়ে যায়, ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিষয়টি ভাটা মালিকপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ভাটার মাটি পরিবহন বন্ধ করা ও রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে ভাটা মালিকদের সাথে যোগাযোগ করলে তাদের কোন সাড়া পাওয়া যায়নি।
এবিষয়ে আলমডাঙ্গা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ মেহেদী ইসলাম জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে ইট ভাটা মালিকদের সাথে কথা বলা হয়েছে রাস্তা পরিষ্কার এর নির্দেশ দেয়া হয়েছে , এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এই সড়ক দিয়ে চলাচল করতে পারে।