তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে সেমিনারটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক জনাব মো. আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যুগ্ম-সদস্য সচিব জনাব রনি বিশ্বাস তাঁর গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করা।
সেমিনারে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত ও উৎসাহ অনুষ্ঠানের পরিবেশকে আরো সমৃদ্ধ করে তোলে। সেমিনারটি সফলভাবে সমাপ্ত হয় এবং সকলের মনে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় জাগিয়ে তোলে।