আলমডাঙ্গা উপজেলায় আফিয়া নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। উপজেলার ৫৭টি স্কুল থেকে মোট ৭৫০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরীক্ষার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।