স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা রেলওয়ে চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর পর প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন কর হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী শাখা চুয়াডাঙ্গার (প্রস্তাবিত) কমিটির সভাপতি মোঃ হেলাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ও কমিটির উপদেষ্টা খায়রুজ্জামান প্রমুখ।
প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সকলের অঙ্গিকার হবে প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।