শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ১০:৩০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করেন। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। শহিদ শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের স্মরণে দিনটি পালিত হয়।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আয়োজনটি শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটি অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।