শীতের তীব্রতায় যখন সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছে, তখন তাদের কষ্ট লাঘবে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী ও পৌর শাখা উদ্যোগ নিয়েছে মানবিক সাহায্যের। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়।
গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় পথচারী, নৈশপ্রহরী, ভ্যানচালক ও রেললাইনের পাশের ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর শাখার নবনির্বাচিত আমির মো. মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মামুন রেজা, পৌর সেক্রেটারি মো. মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, পৌর সহকারী সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এবং ডাউকি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম।
শীতবস্ত্র বিতরণের এ উদ্যোগে ছিন্নমূল মানুষ এবং রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ঝিলিক। মানবতার এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্য জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।
“তোমরাই উত্তম জাতি, তোমাদের সৃষ্টিই করা হয়েছে মানবজাতির কল্যাণের জন্য।” – আল-কুরআনের এই আয়াতকে ধারণ করে শীতার্তদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার উজ্জ্বল উদাহরণ।