গড়াইটুপি ইউনিয়নের বৃত্তিদাড়ি থেকে গবড়গাড়া ব্রিজ পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার উভয় পাশে ১৫০০ তাল বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য’। এই উদ্যোগের মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
‘মানবতার জন্য’ সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু বলেন, “গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও জলবায়ু স্বাভাবিক রাখতে সহায়তা করে। বর্তমানে চুয়াডাঙ্গা সহ সারা দেশে বৃষ্টির সঙ্গে অধিক বজ্রপাত হচ্ছে, যা প্রতিরোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন সরকার বলেন, “গাছ লাগানোর পাশাপাশি আমাদের উচিত সেগুলোর রক্ষণাবেক্ষণ করা। এভাবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যাওয়া সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক বিল্লাল হোসেন, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, আবরার ফাইয়াজ, জিসান, নীরব, নাজমুল, আজমীর, জনি সহ অত্র এলাকার কৃষিজীবী মানুষ।
তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।