১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রবি প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শীতকালীন ফসলের বীজ ও উপকরণ সহায়তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা সদর উপজেলায় রবি প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শীতকালীন ফসলের বীজ ও উপকরণ সহায়তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গতকাল রোববার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।এর মধ্যে ছিল শীতকালীন গম, ভূট্টা, সরিষা,পেঁয়াজ, মশুর, মুগ ও অড়হড়ের বীজ সহ নানা উপকরণ। অনুষ্ঠানের
প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,এই গুরুত্বপূর্ণ আয়োজনে গণমাধ্যমের সহায়তা আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনাদের মাধ্যমে কৃষি ও কৃষকের বিনামূল্যে সহায়তার এ উদ্যোগ সারাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সহ এ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতি আমার ভালো লেগেছে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এরপর সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুম গম, ভূট্টা, সরিষা, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধির নিমিত্রে এই সার বীজ বিতরণ করা হয় কৃষকদের মাঝে।
কৃষকদের উন্মুক্ত আলোচনান্তে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তাদের উদ্দেশ্যে বলেন, চুয়াডাঙ্গায় কৃষিতে অনেক সমৃদ্ধি। আর এই সমৃদ্ধি আরও বাড়াতে হলে কৃষিতে কৃষকদের প্রণোদনার কোন বিকল্প নেই। চুয়াডাঙ্গায় এক ইঞ্চি জমি ফাকা রাখা যাবে না। সব ফাকা পতিত জমিতে বীজ বপন করে ফসল আবাদ করতে হবে। চুয়াডাঙ্গায় শীতকালীন সবজি উৎপাদনের রেকর্ড আছে । তাই সবজি চাষাবাদ আরও বৃদ্ধি করতে হবে। চুয়াডাঙ্গায় কৃষি সেবা বাড়াতে হবে। কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষি অফিসারদের কৃষকদের পরামর্শ অব্যাহত রাখতে হবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিভাগের উপ-পরিচালক কৃঞ্চ রায়, চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) এস এম আশিস মোমতাজ। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আসিফ ইকবাল, প্রমুখ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে জানাগেছে এ মৌসুমে ৩ হাজার ২৭০ জন কৃষকদের মাঝে ৪৩ লাখ ৭১ হাজার ৭১০ টাকার এই প্রণোদনা সহায়তা দেয়া হয়। এরমধ্যে গমের বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষার বীজ ১ কেজি, পেয়াঁজের বীজ ১ কেজি, মশুরের বীজ ৫ কেজি, মুগের বীজ ৫ কেজি, অড়হড় বিজ ২ কেজি ও ডিএপি ৫ কেজি এমওপি ৫ কেজি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার বোয়ালমারীতে হিমেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া

চুয়াডাঙ্গা সদর উপজেলায় রবি প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শীতকালীন ফসলের বীজ ও উপকরণ সহায়তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Update Time : ০৪:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

 

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা সদর উপজেলায় রবি প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শীতকালীন ফসলের বীজ ও উপকরণ সহায়তার উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গতকাল রোববার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।এর মধ্যে ছিল শীতকালীন গম, ভূট্টা, সরিষা,পেঁয়াজ, মশুর, মুগ ও অড়হড়ের বীজ সহ নানা উপকরণ। অনুষ্ঠানের
প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,এই গুরুত্বপূর্ণ আয়োজনে গণমাধ্যমের সহায়তা আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনাদের মাধ্যমে কৃষি ও কৃষকের বিনামূল্যে সহায়তার এ উদ্যোগ সারাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সহ এ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতি আমার ভালো লেগেছে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এরপর সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুম গম, ভূট্টা, সরিষা, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধির নিমিত্রে এই সার বীজ বিতরণ করা হয় কৃষকদের মাঝে।
কৃষকদের উন্মুক্ত আলোচনান্তে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম তাদের উদ্দেশ্যে বলেন, চুয়াডাঙ্গায় কৃষিতে অনেক সমৃদ্ধি। আর এই সমৃদ্ধি আরও বাড়াতে হলে কৃষিতে কৃষকদের প্রণোদনার কোন বিকল্প নেই। চুয়াডাঙ্গায় এক ইঞ্চি জমি ফাকা রাখা যাবে না। সব ফাকা পতিত জমিতে বীজ বপন করে ফসল আবাদ করতে হবে। চুয়াডাঙ্গায় শীতকালীন সবজি উৎপাদনের রেকর্ড আছে । তাই সবজি চাষাবাদ আরও বৃদ্ধি করতে হবে। চুয়াডাঙ্গায় কৃষি সেবা বাড়াতে হবে। কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষি অফিসারদের কৃষকদের পরামর্শ অব্যাহত রাখতে হবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিভাগের উপ-পরিচালক কৃঞ্চ রায়, চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) এস এম আশিস মোমতাজ। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আসিফ ইকবাল, প্রমুখ।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে জানাগেছে এ মৌসুমে ৩ হাজার ২৭০ জন কৃষকদের মাঝে ৪৩ লাখ ৭১ হাজার ৭১০ টাকার এই প্রণোদনা সহায়তা দেয়া হয়। এরমধ্যে গমের বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষার বীজ ১ কেজি, পেয়াঁজের বীজ ১ কেজি, মশুরের বীজ ৫ কেজি, মুগের বীজ ৫ কেজি, অড়হড় বিজ ২ কেজি ও ডিএপি ৫ কেজি এমওপি ৫ কেজি।