চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের তিন বছর মেয়াদি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। ১২২ জন ভোটারের মধ্যে ১১৭ টি ভোট পোল হয়। এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আহসান উল হক ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ জয়লাভ করেন।
এই প্যানেলে অন্যান্য সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভপতি কায়জার আলী, সহ-সভাপতি আজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফউজ্জামান, অর্থ সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মুসলে উদ্দিন, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক শামীম কবির, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক নাজমুল হক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক (মহিলাদের সংরক্ষিত) শেফালি খাতুন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আল হেলাল উদ্দীন।
নির্বাচনের শেষে জানাগেছে, ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশনের অব বাংলাদেশ (ডি-এ্যাব) মনোনিত পলাশ-জাহিদ প্যানেল বিজয়ী হয়