জীবননগর উপজেলার হাসাদহ, রায়পুর ও বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল শনিবার বিকেল চারটায় হাসাদাহ বাজারে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রাজধানীসহ সারাদেশে ছাত্র-জনতা একটি আমূল পরিবর্তন এনে দিয়েছে। ছাত্ররা বুক পেতে দিয়েছিল, তাদের মনে হয়েছিল যে পুলিশ রাইফেল হাতে দাঁড়িয়ে থাকলেও দেশের মানুষ হতে পারে, তাদের গুলি করতে পারে না। কিন্তু একটি চক্রের প্ররোচনায় ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়। যার ফলাফল আল্লাহ বাস্তবে বিচার করেছেন। আজ সেই চক্রের মূলহোতারা দেশ থেকে পালিয়েছে।”
রুহুল আমিন আরও বলেন, “জামায়াতে ইসলাম এ দেশের মানুষের বিচার ফিরিয়ে দিতে চায়। বর্তমানে একটি চক্র হাট, ঘাট, বিল, বাওড়, জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে। তাদেরকে সতর্ক করে বলতে চাই, সমস্ত দখলকৃত সম্পত্তি যদি ফিরিয়ে না দেয়া হয়, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তা জোরপূর্বক ফিরিয়ে নেয়া হবে। দখল, লুটপাট, ভাঙচুর বন্ধ না হলে উচিত জবাব দেয়া হবে। জামায়াতে ইসলাম কোনো বিশৃঙ্খলা চায় না, সবসময় শান্তি চায়। আমরা বৈষম্য ছাড়াই সকলের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করব।”
বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মফিজুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।