০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা যখন স্বেচ্ছাচারিতা জন্ম দেয়!

  • ইকবাল রেজা
  • Update Time : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 104

 

 

ছোট ছোট স্কুলের বাচ্চারা পদত্যাগ করাচ্ছে শিক্ষকদের! এমন শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার চেয়ে পদত্যাগ উত্তম। এই জেনারেশন এর শিক্ষার্থীদের একটা বিশাল পজিটিভ অর্জন সেটা হলো আন্দোলন এর মাধ্যমে স্বৈরাচারী শাসককে হটিয়ে নতুন একটা স্বাধীন বাংলাদেশ তৈরী করা । 

 

এবার উচিৎ তাদের পড়ালেখায় মনোযোগী হওয়া। ওরা কথায় কথায় পদত্যাগ চায়, অটো পাশ চায়। সর্বশেষ ২৪ এর এসএসসি পরীক্ষা বাতিলের জন্য সচিবালয় ঘেরাও করে ওদৌত্যপূর্ণ আচরণ করা ৷ এগুলো ঠিক নয় বলে আমি মনে করি ৷ কারন সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হতে হলে প্রকৃত জ্ঞান অর্জনের পাশাপাশি থাকতে হবে মনুষত্ব ৷ 

 

প্রায় ফেসবুকে দেখতেছি শিক্ষার্থীরা জোর করে শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে! এটা শিক্ষক সমাজের জন্য কলংক ৷ তবে এটাও বলব- শিক্ষকদেরও উচিৎ নিজের সম্মান বজায় রেখে নিজে থেকেই পদত্যাগ করা ৷ তাইবলে শিক্ষার্থীদের হাতে লাঞ্চিত হওয়া এরকমটি কাম্য নয় ৷

 

আমাদের শিক্ষার্থীদের অন্তত এটা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ এর জন্য অনেক করেছো তোমরা, সারাজীবন জাতি মনে রাখবে তোমাদের ৷

 

আমি শিক্ষকটার কথা ভাবছি, নিশ্চয়ই শেষ মুহূর্তে চিন্তা করছিলেন এমন সম্মানজনক প্রফেশনে থেকে জীবনের শেষ সময়ে এতো অসম্মান নিয়ে বাড়ি ফেরা!

 

আমরাও তো পড়ালেখা করে আসছি, শিক্ষকদের সামনে কোনোদিন কথায় বলার সাহস পায়নি, আর পদত্যাগ চাওয়া তো বিশাল ব্যাপার। 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বর্তমান শিক্ষার্থীদের এহেন আচরনে যেমন নিজেকে কলুষিত মনে হচ্ছে, ঠিক তেমনি কলেজের একজন শিক্ষক হয়েও নিজেকে মনে হচ্ছে অনেক অসহায় ও অসম্মানিত ৷

 

                    —ইকবাল রেজা

লেখক ও সাংবাদিক

 

জনপ্রিয়

𝗠𝗼𝗵𝗮𝗺𝗺𝗲𝗱 𝗥𝗮𝘀𝗵𝗲𝗱𝘂𝗹 𝗔𝗺𝗶𝗻 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗲𝗱 𝗮𝘀 𝗗𝗠𝗗 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

স্বাধীনতা যখন স্বেচ্ছাচারিতা জন্ম দেয়!

Update Time : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

 

 

ছোট ছোট স্কুলের বাচ্চারা পদত্যাগ করাচ্ছে শিক্ষকদের! এমন শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার চেয়ে পদত্যাগ উত্তম। এই জেনারেশন এর শিক্ষার্থীদের একটা বিশাল পজিটিভ অর্জন সেটা হলো আন্দোলন এর মাধ্যমে স্বৈরাচারী শাসককে হটিয়ে নতুন একটা স্বাধীন বাংলাদেশ তৈরী করা । 

 

এবার উচিৎ তাদের পড়ালেখায় মনোযোগী হওয়া। ওরা কথায় কথায় পদত্যাগ চায়, অটো পাশ চায়। সর্বশেষ ২৪ এর এসএসসি পরীক্ষা বাতিলের জন্য সচিবালয় ঘেরাও করে ওদৌত্যপূর্ণ আচরণ করা ৷ এগুলো ঠিক নয় বলে আমি মনে করি ৷ কারন সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হতে হলে প্রকৃত জ্ঞান অর্জনের পাশাপাশি থাকতে হবে মনুষত্ব ৷ 

 

প্রায় ফেসবুকে দেখতেছি শিক্ষার্থীরা জোর করে শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে! এটা শিক্ষক সমাজের জন্য কলংক ৷ তবে এটাও বলব- শিক্ষকদেরও উচিৎ নিজের সম্মান বজায় রেখে নিজে থেকেই পদত্যাগ করা ৷ তাইবলে শিক্ষার্থীদের হাতে লাঞ্চিত হওয়া এরকমটি কাম্য নয় ৷

 

আমাদের শিক্ষার্থীদের অন্তত এটা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ এর জন্য অনেক করেছো তোমরা, সারাজীবন জাতি মনে রাখবে তোমাদের ৷

 

আমি শিক্ষকটার কথা ভাবছি, নিশ্চয়ই শেষ মুহূর্তে চিন্তা করছিলেন এমন সম্মানজনক প্রফেশনে থেকে জীবনের শেষ সময়ে এতো অসম্মান নিয়ে বাড়ি ফেরা!

 

আমরাও তো পড়ালেখা করে আসছি, শিক্ষকদের সামনে কোনোদিন কথায় বলার সাহস পায়নি, আর পদত্যাগ চাওয়া তো বিশাল ব্যাপার। 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বর্তমান শিক্ষার্থীদের এহেন আচরনে যেমন নিজেকে কলুষিত মনে হচ্ছে, ঠিক তেমনি কলেজের একজন শিক্ষক হয়েও নিজেকে মনে হচ্ছে অনেক অসহায় ও অসম্মানিত ৷

 

                    —ইকবাল রেজা

লেখক ও সাংবাদিক