আলমডাঙ্গা বাসিন্দা ফারুক শেখ সম্প্রতি নিজের পালিত গরু বিক্রি করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মিনিস্টারের নিজস্ব শো-রুমে এসেছিলেন ঘরের জন্য একটি ফ্রিজ কিনতে। এরপর মিনিস্টারের চলমান ‘ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফারের স্ক্র্যাচ কার্ড ঘষে পেয়ে যান মস্ত বড় একটি গরু একদম ফ্রি। বিজয়ী ফারুক শেখকে গরুটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন মিনিস্টার গ্রুপের শো-রুম বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব এবি এম রায়হানুল ইসলাম । এসময় আরও উপস্থিত ছিলেন শো-রুম বিভাগের ডিভিশনাল ম্যানেজার জনাব আব্দুল লতিফ বিশ্বাসসহ আলমডাঙ্গা শো-রুমের ম্যানেজার জনাব মোঃ রায়হান উদ্দিন, চুয়াডাঙ্গার শো-রুম ম্যানেজার জনাব মোঃ কামরুজ্জামান কামাল ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগ।
আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার নিয়ে এসেছে ‘ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফার। এই অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষেই গ্রাহক পেয়ে যেতে পারেন অসংখ্য গরু ফ্রি, একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রি, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব উপহার।
গরু বিক্রি করে ফ্রিজ কিনে আবারও গরু পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত ফারুক শেখ ও তার পরিবার। স্ত্রী ও সন্তানকে নিয়ে উপহার গ্রহণের সময় বলেন, “আমি অনেক যত্ন করে আমার গরুটি পালন করেছি। নিজ প্রয়োজনে আমার সন্তান সমতূল্য গরুটি আমি বিক্রি করে দেই। সামনে ঈদ তাই গরু বিক্রি করে একটা ফ্রিজ কিনতে আসি। মিনিস্টার ফ্রিজ ভালো আর দামও আমার সাধ্যের মধ্যে থাকায় মিনিস্টার ফ্রিজ কিনার সিদ্ধান্ত নেই। আমি ভাবতেও পারিনি ফ্রিজ কিনে আবার একটা গরু পেয়ে যাবো। এখনো বিশ্বাস করতে পারছি না আমি ফ্রিজ কিনে গরু পেয়েছি। মিনিস্টার কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ গ্রাহকদের জন্য এমন একটি অফার রাখার জন্য।”
এই প্রসঙ্গে মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড, কে এম জি কিবরিয়া বলেন, “ক্রেতাদের উৎসবের আমেজ বাড়িয়ে দিতে প্রতি ঈদেই মিনিস্টার চেষ্টা করে আকর্ষণীয় অফার রাখতে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত আমাদের এই অফারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ‘ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফারে ফ্রিজ কিংবা গরু উপহার পাওয়া মানুষদের উচ্ছ্বাস আর সুন্দর গল্পগুলোই বলে দিচ্ছে আমরা এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে কতটা সফল।”
সর্বশেষ সকল অফারের তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ হটলাইনঃ 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০গরু বিক্রির টাকায় মিনিস্টার ফ্রিজ কিনে পেয়ে গেলেন আরও একটি গরু