০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পেশা হিসেবে সাংবাদিকতার অসুবিধা 

 

 

০১. পেশা হিসেবে সাংবাদিকতার সবচেয়ে বড় অসুবিধা, সাধারণ মানুষের ধারণা এরা বেতন পায় না, মানুষের কাছে ধান্দাবাজি করে অথবা রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের দালালি করে চলে। 

 

কেউ কেউ সম্মানজনক বেতন পায়, দেশের বাইরে ঘুরতে যাওয়ার সামর্থ্য থাকতে পারে-এটা বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। কারণ, তারা সবসময়ই ধান্ধাবাজদের দেখে অভ্যস্ত। 

 

০২. সাংবাদিকের বিরুদ্ধে খুব সহজেই অভিযোগ করা যায়, টাকা নেয়ার। আদৌ টাকা নেয়ার মতো ঘটনা ঘটেছে কি না, সেটি প্রমাণ করার দরকার পড়ে না। 

 

মাইকে, মানববন্ধনে, ফেসবুকে সহজে এটা ছড়ানো যায়। টাকার অংকটাও বিশাল, কোটি কোটি টাকা। যারা এতে সহমত পোষন করেন, তারা কিন্তু জানেনও না কোটিতে কয়টা শূন্য থাকে। 

 

০৩. নিউজ করলে বলবে সুবিধা পায়নি, তাই করেছে। আবার না করলে “সাংবাদিক তো না, অমুকের দালাল”। তাহলে সাংবাদিক যাবে কোথায়? 

 

০৪. হাল আমলে সবচেয়ে বড় অসুবিধা “সহমত” গ্রুপের অত্যাচার। কয়দিন আগে যে সাংবাদিক ছিল তার আইডল, এখন অন্যকে খুশি করতে সহমত গ্রুপে নাম লিখিয়ে করে অপপ্রচার।

 

লেখা : কাজী শাহেদ

           সাবেক সভাপতি

           রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)

জনপ্রিয়

𝗠𝗼𝗵𝗮𝗺𝗺𝗲𝗱 𝗥𝗮𝘀𝗵𝗲𝗱𝘂𝗹 𝗔𝗺𝗶𝗻 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗲𝗱 𝗮𝘀 𝗗𝗠𝗗 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

পেশা হিসেবে সাংবাদিকতার অসুবিধা 

Update Time : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

 

 

০১. পেশা হিসেবে সাংবাদিকতার সবচেয়ে বড় অসুবিধা, সাধারণ মানুষের ধারণা এরা বেতন পায় না, মানুষের কাছে ধান্দাবাজি করে অথবা রাজনৈতিক নেতা, ব্যবসায়ীদের দালালি করে চলে। 

 

কেউ কেউ সম্মানজনক বেতন পায়, দেশের বাইরে ঘুরতে যাওয়ার সামর্থ্য থাকতে পারে-এটা বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। কারণ, তারা সবসময়ই ধান্ধাবাজদের দেখে অভ্যস্ত। 

 

০২. সাংবাদিকের বিরুদ্ধে খুব সহজেই অভিযোগ করা যায়, টাকা নেয়ার। আদৌ টাকা নেয়ার মতো ঘটনা ঘটেছে কি না, সেটি প্রমাণ করার দরকার পড়ে না। 

 

মাইকে, মানববন্ধনে, ফেসবুকে সহজে এটা ছড়ানো যায়। টাকার অংকটাও বিশাল, কোটি কোটি টাকা। যারা এতে সহমত পোষন করেন, তারা কিন্তু জানেনও না কোটিতে কয়টা শূন্য থাকে। 

 

০৩. নিউজ করলে বলবে সুবিধা পায়নি, তাই করেছে। আবার না করলে “সাংবাদিক তো না, অমুকের দালাল”। তাহলে সাংবাদিক যাবে কোথায়? 

 

০৪. হাল আমলে সবচেয়ে বড় অসুবিধা “সহমত” গ্রুপের অত্যাচার। কয়দিন আগে যে সাংবাদিক ছিল তার আইডল, এখন অন্যকে খুশি করতে সহমত গ্রুপে নাম লিখিয়ে করে অপপ্রচার।

 

লেখা : কাজী শাহেদ

           সাবেক সভাপতি

           রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)