চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন হয়েছে, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ , রেলি,দোয়া ও আলোচনা সভা কুচকাওয়াজ এর মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয়। সকালেই চুয়াডাঙ্গার নানা শ্রেণী পেশার মানুষ চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর সকাল ৬ টা থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের তরে অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভেপুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গার পুলিশ সুপার ড:ফয়জুর রহমান, সহ জেলা প্রশাসনের বিভিন্ন ইউনিটের সদস্যরাসহ চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।