মোঃ আব্দুল্লাহ হক: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও নিউজ:
বুধবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে “স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন” শীর্ষক স্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. কিসিঞ্জার চাকমা। এছাড়া রেলিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা চুয়াডাঙ্গা ডিএফ এর সভাপতি এখলাছ উদ্দিন সুজন, সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, রাশিদুল ইসলাম, খন্দকার টুটুল সহ জেলা ক্রীড়া সংস্থা ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য এবং সাবেক – বর্তমান খেলোয়াড় বৃন্দ। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন চত্বরে ফিরে আসে।
এরপর বিকেল তিনটায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সোনালী অতীত ফুটবল খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়রা লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ ১-১গোলে সমতা হয় । এর আগে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন আনুষ্ঠানিকভাবে দু-দলের খেলোয়াড়দের লাল সবুজ জার্সি প্রদান করেন। এরপর ফটোসেশন, টস ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। ম্যাচটি পরিচালনা করেন রেজাউল হক রিজু,শফিকুল নবী রিয়ান,লিটা হোসেন ও পারভেজ।