শিমুল রেজা:আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন ও মানববন্ধন আজ ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ‘বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন’ সারাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে সফলভাবে দিবসটি উদযাপন করে। সে ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস দিবসটির প্রতিপাদ্যের প্রতি সম্মান প্রদর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে ‘না’উচ্চারণ করে দুর্নীতিমুক্ত সুন্দর আগামীর প্রত্যাশায় শপথ নেয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই দিবসকে ঘিরে আয়োজনের শুভ সূচনা হয়। দুর্নীতিবিরোধী পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার আর ¯স্লোগানে মুখরিত হয় র্যালি, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত এ সকল আয়োজনে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মী-কর্মকর্তা এবং অংশীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানগুলোতে উপস্থিত সকল অংশগ্রহণকারী প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলেন, “আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায় থেকে দুর্নীতিকে প্রতিরোধ করবো। দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সারা বছর প্রচার-প্রচারণা চালানোসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো।” র্যালি ও মানববন্ধনে অংশ নিয়ে সকলে সোচ্চার কন্ঠে বলেছেন, “নিজেরা দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, চলবে