০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় দেড় হাজার মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু।

  • Update Time : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৌমাছির দংশনে মুজিবুর রহমান (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে আলমডাঙ্গা পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মজিবর বিশ্বাস আলমডাঙ্গা পৌরসভার নওদা-বন্ডবিল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার আশরাফুল হোসেন বলেন, মুজিবুর রহমান আমার চাচাতো ভাই। দুপুরের নামাজের পর সাইকেলে করে ধান খেতে গিয়েছিলেন। এসময় মৌমাছি একটি বাড়িতে একটি পাখি হানা দেয়। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মজিবরের পা থেকে মাথা পর্যন্ত আনুমানিক এক থেকে দেড় হাজার মৌমাছি দংশন করে। সেখানে থাকা কয়েকজন কৃষক তাকে উদ্ধার করতে আসেন এবং তিনি তাদেরও কামড় দেয় মৌমাছি। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা  আগুন জ্বালিয়ে মৌমাছিগুলোকে দূরে সরিয়ে দেয়। এর আগেই মুজিবুর রহমান মারা যান। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

প্রায় দেড় হাজার মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু।

Update Time : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৌমাছির দংশনে মুজিবুর রহমান (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে আলমডাঙ্গা পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মজিবর বিশ্বাস আলমডাঙ্গা পৌরসভার নওদা-বন্ডবিল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কমিশনার আশরাফুল হোসেন বলেন, মুজিবুর রহমান আমার চাচাতো ভাই। দুপুরের নামাজের পর সাইকেলে করে ধান খেতে গিয়েছিলেন। এসময় মৌমাছি একটি বাড়িতে একটি পাখি হানা দেয়। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মজিবরের পা থেকে মাথা পর্যন্ত আনুমানিক এক থেকে দেড় হাজার মৌমাছি দংশন করে। সেখানে থাকা কয়েকজন কৃষক তাকে উদ্ধার করতে আসেন এবং তিনি তাদেরও কামড় দেয় মৌমাছি। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা  আগুন জ্বালিয়ে মৌমাছিগুলোকে দূরে সরিয়ে দেয়। এর আগেই মুজিবুর রহমান মারা যান। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।