০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় ছড়াকার-সাংবাদিক আহাদ আলী মোল্লার জন্মদিন

  • Update Time : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 233

 

সাদিক আনাম জোয়ার্দার চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার সর্বস্তরে জনপ্রিয় জনাব আহাদ আলী মোল্লা সমকালীন বাংলা ছড়াসাহিত্যের একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, তুখোড় ছন্দশিল্পী। ছড়াকার হিসেবে স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি, শব্দবিন্যাসের নিপুণতা ও গতিময় ছন্দের চমৎকার গাঁথুনিতে তাঁর জুড়ি নেই। তিনি এপর্যন্ত প্রায় ২০ হাজার ছড়া লিখে এক দারুণ বিস্ময়ের সৃষ্টি করেছেন!

প্রতিভাবান এই ছড়াকারের জন্ম ১৯৭৩ খিস্টাব্দের ৫ ডিসেম্বর নানাবাড়ি চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে। পৈত্রিক বাড়ি আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর।

পিতা মকবুল মোল্লা, মা সাকিমা বেগম। কর্মজীবনে আহাদ আলী মোল্লা চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক, দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং তিনি সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক।

শক্তিশালী এ ছড়াকার ৮০ দশক থেকে জাতীয় পত্রপত্রিকাসহ দেশ ও দেশের বাইরের বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন। ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে চুয়াডাঙ্গার জনপ্রিয় পত্রিকা দৈনিক মাথাভাঙ্গার প্রথম পাতায় ‘টিপ্পনী’ শিরোনামে সমাজ সচেতনমূলক ছড়া লিখে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। দৈনিক মাথাভাঙ্গাতে সেই থেকে আজ অবধি প্রতিদিন তাঁর একটি করে ছড়া প্রকাশিত হয়ে আসছে।

ছড়াসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালে আহাদ আলী মোল্লা কাজী হায়দার স্বর্ণপদকে ভূষিত হন। একই বছর চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ তাঁকে ছড়াসম্রাট উপাধি দেয়।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ১৫ মে থেকে আম সংগ্রহ শুরু

জনপ্রিয় ছড়াকার-সাংবাদিক আহাদ আলী মোল্লার জন্মদিন

Update Time : ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

 

সাদিক আনাম জোয়ার্দার চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার সর্বস্তরে জনপ্রিয় জনাব আহাদ আলী মোল্লা সমকালীন বাংলা ছড়াসাহিত্যের একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, তুখোড় ছন্দশিল্পী। ছড়াকার হিসেবে স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি, শব্দবিন্যাসের নিপুণতা ও গতিময় ছন্দের চমৎকার গাঁথুনিতে তাঁর জুড়ি নেই। তিনি এপর্যন্ত প্রায় ২০ হাজার ছড়া লিখে এক দারুণ বিস্ময়ের সৃষ্টি করেছেন!

প্রতিভাবান এই ছড়াকারের জন্ম ১৯৭৩ খিস্টাব্দের ৫ ডিসেম্বর নানাবাড়ি চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে। পৈত্রিক বাড়ি আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর।

পিতা মকবুল মোল্লা, মা সাকিমা বেগম। কর্মজীবনে আহাদ আলী মোল্লা চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক, দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং তিনি সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক।

শক্তিশালী এ ছড়াকার ৮০ দশক থেকে জাতীয় পত্রপত্রিকাসহ দেশ ও দেশের বাইরের বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন। ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে চুয়াডাঙ্গার জনপ্রিয় পত্রিকা দৈনিক মাথাভাঙ্গার প্রথম পাতায় ‘টিপ্পনী’ শিরোনামে সমাজ সচেতনমূলক ছড়া লিখে বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। দৈনিক মাথাভাঙ্গাতে সেই থেকে আজ অবধি প্রতিদিন তাঁর একটি করে ছড়া প্রকাশিত হয়ে আসছে।

ছড়াসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালে আহাদ আলী মোল্লা কাজী হায়দার স্বর্ণপদকে ভূষিত হন। একই বছর চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ তাঁকে ছড়াসম্রাট উপাধি দেয়।