- কার্পাসডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত হবার ঘটনা ঘটেছে।জানা গেছে, সোমবার দুপুর ১ টার দিকে কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ক্যাশিয়ার ঝলকের এক মাত্র শিশু কন্যা ঝড়া (৪) কে সাথে নিয়ে একই পাড়ার পশু চিকিৎসক সাইদ মোল্লা কুড়ুলগাছি পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তা পার করে বাড়ি পাঠাতে যায়।এসময়
- কার্পাসডাঙ্গা থেকে কুড়ুলগাছি অভিমুখে আসা একটি আলমাসাধু নিয়ন্ত্রন হারিয়ে ঝরাকে ধাক্কা মারে ও পরে গাছের সাথে ধাক্কা মেরে আলমসাধু আটকে যায়।এতে ঝরা গুরুত্বর আহত হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আলমসাধু চালকের দোষ ছিলোনা। অসাবধানতা বশত শিশু ঝরাকে রাস্তা পার করাতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।যার কারনে একটি তরতাজা প্রান ঝড়ে গেলো ।ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন কুড়ুলগাছি ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মো:এনামুল করিম ইনু ও বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মিন্টু তরফদার।পরে তারা সহ স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে ঝরার মৃত্যু হয়।ঝরার মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।ঝলক শিশু বয়সে তার পিতা সালেকিন মেম্বরকে হারিয়ে এতিম হোন। সন্ত্রাসীরা তার পিতাকে খুন করে।তার শেষ সম্বল কলিজার ধন একমাত্র কন্যাকে এভাবে শিশু বয়সে হারিয়ে পাগলপ্রায় অবস্থা তার।কোন ভাবেই কেউ তাকে সান্তনা দিয়ে রাখতে পারছেনা।ঝলকের এমন শোকে এলাকার কেউই তাদের চোখে অশ্রু ধরে রাখতে পারেন নি।
০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
আলমসাধুর ধাক্কায় ঝরলো শিশু ঝরার প্রান:এলাকা জুড়ে শোকের ছায়া
Tag :
জনপ্রিয়