মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে চুয়াডাঙ্গায় মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন হয়েছে , জেলার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলো।চুয়াডাঙ্গার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা তার কার্যালয় মিলনায়তনে সোমবার ( ৪ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন করেন ও ঘোষণা দেন, চুয়াডাঙ্গা – ১ আসনে ৭ জন ২ আসনে ৬ জন বৈধ হন।
চুয়াডাঙ্গা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক,আব্দুল মালেক মোল্লার ব্যাংকের ঋণ ঋণ খেলাপি পৌরসভার ট্যাক্স বকেয়া ও বিদ্যুৎ বিল বকিয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এবিষয়ে নজরুল মল্লিক বলেন আমি আজ সোমবার সকালে ব্যাংক ঋণ, ট্যাক্স ও বিদ্যুৎ বিল পরিশোধ করেছি, আমি নির্বাচন কমিশনে আপিল করবো ।
রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘প্রার্থীদের মনোনয়নপত্রে দেয়া তথ্যের ভুল, ঋনখেলাপীসহ যুক্তিযুক্ত নানাবিধ কারনে এসব প্রার্থীরা যাচাই-বাছাইয়ে টিকতে পারেননি। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ আছে।