০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে ভেসে আসছিল কান্নার শব্দ, শৌচাগারে মিলল জীবিত নবজাতক

  • Update Time : ১১:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৪৩ Time View

 

চুয়াডাঙ্গায় কান্নার শব্দ পেয়ে শৌচাগার থেকে এক জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে ঐ নবজাতককে উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম ডা. ফাতেহ আকরাম। তিনি জানান, শনিবার রাতে ঐ ওয়ার্ডে কর্মরত নাস ও স্বেচ্ছাসেবীরা শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করেন। সদর হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। ঐ শিশুর পরিচয় শনাক্তে কাজ করছেন তারা।

মহিলা মেডিসিন ওয়ার্ডের স্বেচ্ছাসেবী রেশমা খাতুন বলেন, শনিবার রাত আড়াইটার দিকে শৌচাগারের যান এক রোগী। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। খবর পেয়ে আমি গিয়ে দেখি শৌচাগারের কমোডের মধ্যে নবজাতকের মাথা এবং দেহ বাইরে। দ্রুত তাকে উদ্ধার করি। পরে বিভাগে চিকিৎসা শেষে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।

রেশমা খাতুন আরো বলেন, মেয়ে শিশুটি শৌচাগারে ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চার মাকে পাওয়া যায়নি বলেও জানান তিনি

Tag :

মিল্টন সমাদ্দার — মুহাম্মদ তাজুল ইসলাম

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে ভেসে আসছিল কান্নার শব্দ, শৌচাগারে মিলল জীবিত নবজাতক

Update Time : ১১:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

 

চুয়াডাঙ্গায় কান্নার শব্দ পেয়ে শৌচাগার থেকে এক জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে ঐ নবজাতককে উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম ডা. ফাতেহ আকরাম। তিনি জানান, শনিবার রাতে ঐ ওয়ার্ডে কর্মরত নাস ও স্বেচ্ছাসেবীরা শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করেন। সদর হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। ঐ শিশুর পরিচয় শনাক্তে কাজ করছেন তারা।

মহিলা মেডিসিন ওয়ার্ডের স্বেচ্ছাসেবী রেশমা খাতুন বলেন, শনিবার রাত আড়াইটার দিকে শৌচাগারের যান এক রোগী। সেখানে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। খবর পেয়ে আমি গিয়ে দেখি শৌচাগারের কমোডের মধ্যে নবজাতকের মাথা এবং দেহ বাইরে। দ্রুত তাকে উদ্ধার করি। পরে বিভাগে চিকিৎসা শেষে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।

রেশমা খাতুন আরো বলেন, মেয়ে শিশুটি শৌচাগারে ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চার মাকে পাওয়া যায়নি বলেও জানান তিনি