চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মনজুরা খাতুন (৩২) নামের এক নারীকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার ভাই আলমগীর হোসেন (৩০)।
শনিবার দিবাগত রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুরার লাশ তার বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
আহত আলমগীর আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্তরা দর্শনা মোহাম্মদপুরের আলমগীরের বাড়িতে আসে। এ সময় আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে পার্শ্ববর্তী মাঠে রাখে। এ সময় তার বোন মনজুরা খাতুন প্রতিবাদ করলে তাকে ধরে তুলে নিয়ে যায়। রাতভর নিখোঁজ থেকে সকালে তাদের বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে মঞ্জুরার বিবস্ত্র লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে সকালে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে মনজুরার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য পুলিশের বিশেষ টিম কাজ করছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে
















