দামুড়হুদা অফিস : দামুড়হুদায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ছেলে ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহিদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে
শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্য নিয়ে প্রথমেই
শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করা হয়। এরপর একে একে বর্ণাঢ্য র্যালী, পরিষদের সম্মেলন কক্ষে র্যালী পরবর্তী আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার নাসির উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর, ওসি তদন্ত মাহবুব রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার, অপারেশন ওসি শফিউল আলম, উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান,
উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোছাঃ মারিয়া মাহবুবা, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, পার-কৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেলিম উদ্দিন বগা,
সহ দর্শনা ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ, কোমলমতি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাঃ মোঃ মামুনুর রশীদ, সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।
















