মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাংগা বাজারের মেসার্স মাসুদ আল নুর নামক বিসিআইসি’র সার ডিলারের মালিক মাসুদ আল নুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা অফিসের সহকারী পরিচালক সজল আহমেদ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযানে সহায়তা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানান, ওই সার ডিলারের মালিক সরকার নির্ধারিত ২৭ টাকা কেজির টিএসপি সার ৩৯ টাকা, ২১ টাকা কেজির ডিএপি সার ৩০ টাকা, ২০ টাকা কেজির এমওপি সার ৩০ টাকা কেজি এবং ২৭ টাকা কেজির ইউরিয়া সার অধিক দামে বিক্রি করছিলেন। এছাড়া সার ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ আল নুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।