চুয়াডাঙ্গার জীবননগরের বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামে বিয়ের আসর থেকে কনে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনা শুনে বরযাত্রীরা আর আসেনি।
স্থানীয় ইউপি নাজমুল আহসান বকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। মেয়েটির বাবার মৃত্যুর পর তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে পড়াশোনা করিয়েছেন। মেয়েটি গত বছর এইচএসসি পাশ করেছে। কিছুদিন আগেই আমরা দেখাশোনা করে দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের দিন চূড়ান্ত করি।
তিনি আরো বলেন, বিয়ের দিন দুপুরে কনের আসর থেকে এক প্রতিবেশী বাড়িতে যান। সেখানে ঐ প্রতিবেশী নারীর সহযোগিতায় ভ্যানে করে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- মেয়েটি তার প্রেমিকের সঙ্গে চলে গেছে।
এদিকে, বরযাত্রীদের বিষয়টি জানালে তারা আর আসেনি। এতে কনের পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে