ভ্রাম্যমান প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা
উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় বসবাস রত বাঘা ডাঙ্গা গ্রামের নতুনপাড়ার মৃত মঙ্গল খাঁর ছেলে প্রতিবন্ধী মতিয়ার রহমান ও তার ১ ভাই,২ বোন ও মায়ের সর্বমোট ৩২ শতক জমি জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজন ব্যাক্তির বিরুদ্ধে।আর
এ জমি বেদখল হতে ঠেকাতে জমির পাশেই পলিথিন দিয়ে ঘিরে দিনরাত প্রতিবন্ধী মতিয়ার সহ তার ভাই ও বোনরা মিলে পাহারা দিচ্ছে। এমনকি জমি জোর পূর্বক বেদখল হবার হাত থেকে বাঁচাতে টানা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ও তারা কমিটি আঁকড়ে ধরে রাতেও পাহারা ।তারপরও গতকাল শক্রুবার রাত ৯ টার দিকে সামসুলের ছেলে ও রবিউলের ছেলের নেতৃত্বে ৫ /৭ জন যুবক বস্তার ভিতর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে আসে বলে জানান মতিয়ার।এসময় মতিয়ার চিৎকার দিলে পাড়ার লোকজন ছুটে আসে ও খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে দুজনকে আটক করে নিয়ে যায়।
কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় বসবাসরত ভূমিহীন প্রতিবন্ধী মতিয়ার রহমান জানান ৩২ নং বাঘাডাঙ্গা মৌজায় ১৬২ নং খতিয়ানে এস এ দাগ নং ৩ ও
আর এস দাগ নং ৪০৪ এ তার পিতা মঙ্গল খাঁর সর্বমোট সম্পত্তি সাড়ে তিন বিঘা। যার মধ্য কার্পাসডাঙ্গার শুকুর আলী,ইসমাইল হোসেন, রমজান মিলে আমার বাবার কাছে সর্বমোট ৮৩ শতক জমি কেনে।যার মধ্য
আমাদের জমি এখনো অবশিষ্ট আছে ৩২ শতক।যার মধ্য
আমরা দুই ভাই, দুই বোন মা মিলে ২০ শতক জমি দীর্ঘ বছর ধরে ভোগদখল করে ়আসছি।আমাদের বাকি ১২ শতক জমি তারা জোর পূর্বক দীর্ঘ বছর থেকে জোর পূর্বক দখল করে রেখেছে।সেই সাথে হঠাৎ করে আমাদের দখলে থাকা আমাদের পৈত্রিক সম্পত্তির ২০ শতক ও জোর পূর্বক দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে কার্পাসডাঙ্গা গ্রামের রবিউল,বুলবুল ও ইয়াকিন।তারা দলবল নিয়ে বিভিন্ন সময় এসে আমাদের হুমকি দিচ্ছে ও রাতের আঁধারে জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে।আমাদের জমি আমরা সুন্দর করে বেড়া দিয়ে ঘিরে রাখলেও তারা কাঁটাতারের বেড়া ভেঙ্গে দিয়ে জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে।এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরানের সাথে কথা বললে তিনি জানান জমি নিয়ে দুপক্ষের একটা ঝামেলা আছে।আজ শনিবার সকাল ১১ টার দিকে দুপক্ষকেই নিয়ে দামুড়হুদা মডেল থানায় বসা হবে।রাতে গোলযোগের খবর পেয়ে জমির কাছ থেকে দুজনকে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে।তবে তারা জানিয়েছে তারা তার এক আত্মীয়ের বাড়িতে গেছিলো।পরে ঝামেলা বেঁধেছে।স্থানীয়রা জানান জমি কোথায় আর তাদের আত্মীয় বাড়ি কোথায় এটা সম্পূর্ন নাটক।তারা প্রতিবন্ধী মতিয়ারের কমিটি দখল করতে মরিয়া। আর আজ (শনিবার) যখন দুপক্ষ বসারই কথা তাহলে কেন রাতের আঁধারে এসে জমি দখল করতে হবে।এর পিছনে আসল কারন কি।তার মানে তারা স্পষ্ট যে মতিয়ার জমি পাবেই তাই গায়ের জোরে জমি দখল করে রাখতে হবে।প্রতিবন্ধী মতিয়ার যাতে ন্যায় বিচার পাই তার যথাযথ ব্যাবস্থা করতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।