শিমুল রেজা: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন,-এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন,- এরতত্ত্বাবধানে এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে, এসআই আমিনুল হক, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ আগস্ট) সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা থানাধীন হাইরোডস্থ পোষ্ট অফিসের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট -সহ আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের আতিয়ার রহমান এর ছেলে মোঃ সুজন আলী (৩৪)কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ তিনি জানান, মাদকের বিষয়ে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। আটককৃত মাদক ব্যবসায়ী জব্দকৃত ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আলমডাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।