শিমুল রেজা: দামুড়হুদা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে জাবেদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিখোঁজের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার চেষ্টা চালাচ্ছে। শনিবার (১২ আগস্ট) দুপুর ২ টার দামুড়হুদা উপজেলার সুবুলপুর ব্রীজের নিচে ভৈরব নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজ জাবেদা খাতুন উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথপুর মালিতা পাড়ার জুবান মন্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ জায়েদা খাতুন মাথাভাঙ্গা নদীতে গোসল করার একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়।নিখোঁজ হওয়ার সংবাদ তাঁর পরিবারের নিকট পৌঁছালে পরিবারের সদস্যরা প্রথমে নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে জাবেদা খাতুনকে না পেলে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। এ রির্পোট লিখা পর্যন্ত ডুবুরী দল তার কোন সন্ধান পায়নি।