১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে জামায়াত নেতাসহ গ্রেফতার ১০

  • Update Time : ১২:০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • 108

মেহেরপুরের মুজিবনগরে নাশকতা মামলার আসামি জামায়াতের ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও জেলা আমিরের ঘনিষ্ট সহযোগী তৌফিক মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে আরো ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত তৌফিক মোল্লা মুজিবনগর উপজেলার নাজিরা কোনা গ্রামের জাহান আলী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

মুজিবনগর থানা-পুলিশ জানিয়েছে, থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে, থানার এসআই উত্তম কুমার, এসআই মো. আশিক, এসআই সজীব, এএসআই শাখাওয়াত, এএসআই সীমা খাতুন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন, উপজেলার মোনাখালী গ্রামের কালু শেখের ছেলে চঞ্চল হোসেন (৩৫), রসিকপুর গ্রামের মৃত ছোবহান শেখের ছেলে আবদাল হোসেন (৫০), গোপীনাথপুর গ্রামের মৃত আকছেন আলীর মেয়ে শাহনাজ খাতুন (৩৫), বিশ্বনাথপুর গ্রামের রায়েল বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৫)।

এদিকে, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ১ জন ও জিআর মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

মেহেরপুরে জামায়াত নেতাসহ গ্রেফতার ১০

Update Time : ১২:০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

মেহেরপুরের মুজিবনগরে নাশকতা মামলার আসামি জামায়াতের ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক ও জেলা আমিরের ঘনিষ্ট সহযোগী তৌফিক মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে আরো ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত তৌফিক মোল্লা মুজিবনগর উপজেলার নাজিরা কোনা গ্রামের জাহান আলী মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

মুজিবনগর থানা-পুলিশ জানিয়েছে, থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে, থানার এসআই উত্তম কুমার, এসআই মো. আশিক, এসআই সজীব, এএসআই শাখাওয়াত, এএসআই সীমা খাতুন এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন, উপজেলার মোনাখালী গ্রামের কালু শেখের ছেলে চঞ্চল হোসেন (৩৫), রসিকপুর গ্রামের মৃত ছোবহান শেখের ছেলে আবদাল হোসেন (৫০), গোপীনাথপুর গ্রামের মৃত আকছেন আলীর মেয়ে শাহনাজ খাতুন (৩৫), বিশ্বনাথপুর গ্রামের রায়েল বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৫)।

এদিকে, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ১ জন ও জিআর মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক টিম রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। তাদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে