মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ পলাশ আহমেদ (২৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) মেহেরপুরের সদস্যরা।
বুধবার (০২ আগস্ট) সকালের দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী থানাধীন সহড়াতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পলাশ আহমেদ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়ার মিনহাজ আলীর ছেলে।
সিপিসি র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, মঙ্গলবার র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সহড়াতলা (মাদরাসাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ বোতল ফেনসিডিলসহকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা