০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের পোশাক পরে টিকটক, নারীসহ গ্রেফতার ৬

  • Update Time : ১১:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • 170

রাজশাহী নগরীতে পুলিশের পোশাক পরে অশালীন টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ৬ টিকটকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম। শুক্রবার দুপুরে নগরীর তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাতেন খা মোড়ের রওনক বিশ্বাস, পবা থানার বড় ভালাম গ্রামের মোস্তাকিম, রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার আল মামুন, কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার সাজু আহমেদ, কুষ্টিয়া সদর থানার কালিশংকরপু এলাকার হাবিবুর রহমান ও পাবনার ঈশ্বরদী থানার হাসপাতাল রোড এলাকার আয়েশা সিদ্দিকা।

পুলিশ জানায়, শুক্রবার ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে কাজ করছিল। এ সময় ঐ টিম নগরীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোশাক পরে কয়েকজন পুরুষ ও নারী পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করতে দেখে। টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের গ্রেফতার করে।

নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।

নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশের পোশাক পরে টিকটক, নারীসহ গ্রেফতার ৬

Update Time : ১১:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

রাজশাহী নগরীতে পুলিশের পোশাক পরে অশালীন টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ৬ টিকটকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম। শুক্রবার দুপুরে নগরীর তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাতেন খা মোড়ের রওনক বিশ্বাস, পবা থানার বড় ভালাম গ্রামের মোস্তাকিম, রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার আল মামুন, কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার সাজু আহমেদ, কুষ্টিয়া সদর থানার কালিশংকরপু এলাকার হাবিবুর রহমান ও পাবনার ঈশ্বরদী থানার হাসপাতাল রোড এলাকার আয়েশা সিদ্দিকা।

পুলিশ জানায়, শুক্রবার ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে কাজ করছিল। এ সময় ঐ টিম নগরীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোশাক পরে কয়েকজন পুরুষ ও নারী পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করতে দেখে। টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করার সময় তাদের গ্রেফতার করে।

নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।

নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে