০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কুতুবপুরে ভুট্টা ক্ষেতে কৃষক আলমগীর হোসেনের অর্ধগলিত মরদেহ

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ভুট্টার ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে দুর্গন্ধ পেয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেয়।

 

নিহত আলমগীর হোসেন কুতুবপুর গ্রামের মৃত শামসুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিন দিন আগে আলমগীর হোসেন বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

 

মঙ্গলবার সকালে আদম কুড়ি মাঠে স্থানীয় কৃষকরা ভুট্টা ক্ষেতে কাজ করতে গেলে দুর্গন্ধের সূত্র ধরে মরদেহটি দেখতে পান। মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল।

 

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ওসি খালিদ হাসান জানান, “মরদেহটি আলমগীর হোসেনের বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

 

জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

চুয়াডাঙ্গার কুতুবপুরে ভুট্টা ক্ষেতে কৃষক আলমগীর হোসেনের অর্ধগলিত মরদেহ

Update Time : ০৬:০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ভুট্টার ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে দুর্গন্ধ পেয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেয়।

 

নিহত আলমগীর হোসেন কুতুবপুর গ্রামের মৃত শামসুল মণ্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিন দিন আগে আলমগীর হোসেন বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

 

মঙ্গলবার সকালে আদম কুড়ি মাঠে স্থানীয় কৃষকরা ভুট্টা ক্ষেতে কাজ করতে গেলে দুর্গন্ধের সূত্র ধরে মরদেহটি দেখতে পান। মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল।

 

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ওসি খালিদ হাসান জানান, “মরদেহটি আলমগীর হোসেনের বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।