চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর গ্রামে এক স্কুল শিক্ষিকার গলায় থাকা স্বর্ণের চেইন লুটের ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোমিনপুরের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তসলিমা খানম (৫৯) নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং মোমিনপুর গ্রামের মৃত আশির উদ্দিনের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন এবং স্কুলের কাজ করছিলেন।
তসলিমা খানমের ছেলে তাসলিম আলম জানান, তার মা দরজা খোলা রেখে কাজ করছিলেন। এ সময় এক দুর্বৃত্ত প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে। মুখে গামছা বাঁধা অবস্থায় সে তসলিমা খানমকে জিম্মি করে এবং মারধর করে গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে দুর্বৃত্ত পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছানো হয়। ভুক্তভোগী একা বাসায় ছিলেন এবং অফিসিয়াল কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো মাদকাসক্ত ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে। ঘটনাস্থল থেকে একটি গামছা ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
—